Wednesday, June 15, 2016

Narider Namaj Porar Bebostha


Narider Namaj Porar Bebostha

ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। কাজে বা কেনাকাটায় বাইরে বের হয়েছেন, এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, পুরুষরা আশপাশের কোনো একটি মসজিদের যেতে পারলেও নারীদের সে সুযোগ থাকে না। বাধ্য হয়ে অনেককে ওই ওয়াক্তের নামাজ পড়া থেকে বিরত থাকেন। আবার ঢাকার বিভিন্ন এলাকার মসজিদে নারীদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকলেও সেটি অনেকে জানেন না।
তবে এ বিষয়ে জেনে রাখা ভালো, রাজধানীর প্রায় অধিকাংশ এলাকাতে নারীদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট অনেক এলাকার মসজিদ, শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা চিকিৎসাসেবা কেন্দ্রে এ ব্যবস্থা রয়েছে।

No comments:

Post a Comment